অতীশ দীপঙ্করের জন্মস্থান

বর্জ্যযোগিনী, মুন্সীগঞ্জ সদর।
বৌদ্ধ ধর্মের ২য় ধর্ম গুরু অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান (৯৮০-১০৫৪ খ্রিঃ) এখানেই জন্ম গ্রহন করেছিলেন। ১৬ বছর পর্যন্ত তিনি এখনেই ছিলেন। তার বাসভবনের জায়গায় একটি স্মৃতি স্তম্ভ বানানো হয়েছে। ২০১৪ সাল থেকে এখানে একটি একশ ফুট উচু একটি মঠ বানানোর কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart