
ঔপনিবেশিক স্থাপত্য -> জমিদার প্রাসাদ
অবস্থানঃ দেলদুয়ার, করটিয়া, টাংগাইল
সময় পর্বঃ ১৮৯৯-১৯০৬ সাল।
নির্মাতাঃ ওয়াজেদ আলী খান পন্নী।
ইতিহাসঃ
আফগান অধিপতি সোলায়মান খান পন্নী কররানির ছেলে বায়েজিদ খান পন্নী ভারতে এসেছিলেন। তাঁর পুত্র সাইদ খান পন্নী আটিয়ায় বসতি স্থাপন এবং ১৬০৮ খ্রিঃ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে আটিয়ার বিখ্যাত মসজিদ নির্মাণ করেন। পরবর্তীকালে এই বংশেরই ১১তম পু্রুষ সা’দত আলী খান পন্নী টাঙ্গাইলের করটিয়ায় এসে ‘পন্নী’ বংশের প্রতিষ্ঠা করেন। আটিয়ার চাঁদ হিসেবে খ্যাত ওয়াজেদ আলী খান পন্নী সেই ‘পন্নী’ বংশেরই শেষ জমিদার ছিলেন।
বর্ণনাঃ
মোগল ও চৈনিক স্থাপত্যের মিশেলে নির্মিত করটিয়া জমিদার বাড়িটি দু’টি প্রধান ভবন নিয়ে গঠিত। প্রধান ভবনটির নাম ‘মাসুদ ভিলা’ এটি নির্মিত হয়েছিল ১৮৯৯ সালে। উচু বাংলো আকারের নির্মিত দ্বিতল এই ভবনটির ছাদ এবং বারান্দার সন্মুখভাগ কারগোটেড লোহার পাত দিয়ে নির্মিত।
মাসুদ ভিলার পেছনেই রয়েছে ‘রোকেয়া মঞ্জিল’ নামের আরেকটি একতলা ভবন। এই ভবনটি জমিদার ওয়াজেদ আলী খান পন্নীর স্ত্রী রোকেয়ার নামে নামকরণ করা হয়েছিল। বর্তমানে এটি স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে।