মাইছপাড়া মঠ, শ্রীনগর, মুন্সীগঞ্জ।

অযত্ন আর অবহেলায় আমরা হারিয়েছি বহু প্রত্নতাত্ত্বিক সম্পদ আর সৌন্দর্য। এই ছবিটি তার একটি প্রমান। কত সুন্দর এই মঠ এখন আর এমন নেই। বড় মঠটির উপরের অংশটি ভেঙ্গে পড়ে গেছে। সংস্কারের কথাতো প্রশাসন কখনও চিন্তাই করেনি।
বহু দেশ তাদের প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণ করে তাদের পর্যটন শিল্পকে করেছে সমৃদ্ধ। বহু দেশ আছে যাদের কিছুই নেই শুধু সৌন্দর্য আর প্রত্নসম্পদ ছাড়া।
আমাদেরও অনেক প্রত্নসম্পদ আছে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে আমাদের ইতিহাসের তথ্য-প্রমান। কিন্তু এগুলোকে সম্পদে রুপান্তরিত করার উদ্যোগ কর্তৃপক্ষ এখনও যথাযথভাবে নেয়নি। সুদূর প্রসারী চিন্তা আসলে প্রশাসন করেনা। শুধু প্রশাসনিক দায়িত্বপালন করেই খালাস।
আমরা চাই বেঁচে থাকুক আমাদের ইতিহাস। আর অল্প পুঁজিতে বেশি রুজি করতে চাইলে জেলা ভিত্তিক পর্যটন শিল্পের উন্নয়ন ও প্রসার একটি প্রমানিত কার্যকরী খাত।
আসুন আমরা রক্ষা করি আমাদের ঐতিহ্য সমৃদ্ধ করি আমাদের পর্যটন শিল্প।

ছবি- আল মামুন (D Al Mamun) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart