নুনগোলা মসজিদ

সুলতানী স্থাপত্য -> মসজিদ
অবস্থান: মিঠাপুকুর, বারোবাজার, ঝিনাইদহ।
সময়পর্ব: মসজিদটিতে কোন শিলালিপি পাওয়া যায়নি বলে সুনির্দিষ্ট নির্মানকালটি জানা যায়নি তবে স্থাপত্য কৌশল দেখে ধারনা করা হয় এটা সুলতানী আমলের শেষার্ধে নির্মিত।
নির্মাতা: অজ্ঞাত।
ধর্মঃ ইসলাম।
ইতিহাস: মিঠাপুকুরের রানীমাতা দিঘি নামের একটি প্রাচীন দিঘী থেকে প্রায় ২০০ মিটার দূরে এবং নুনগোলা নামের প্রাচীন একটি পুকুরের পারে অবস্থান নুনগোলা মসজিদটির। নুনগোলা পুকুরের নাম অনুসারেই মসজিদটির নামকরণ হয়েছে ‘নুনগোলা’ মসজিদ নামে।
বর্ননা: নুনগোলা মসজিদ একটি এক গম্বুজ মসজিদ। বর্তমানে মসজিদটি প্রায় ধ্বংসপ্রাপ্ত, এর চার দেয়াল, চারকোনের চার বুরুজ ও ছাদের গম্বুজ সহ বেশির ভাগ অংশই বিলুপ্ত। চারদিকের দেয়াল এবং বুরুজের কিছু কিছু অংশ এখনও দেখা যায়, এসব থেকে ধারনা করা গেছে যে মসজিদটির প্রতি বাহুর দৈর্ঘ্য ছিল প্রায় ৫.৪৫ মিটার।
তথ্যসূত্র: আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, বাঙলাদেশের প্রত্নসম্পদ, দিব্যপ্রকাশ, ২০০৭, ISBN:৯৮৪ ৪৮৫ ২৭২ ২। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart